হোম > সারা দেশ > কুড়িগ্রাম

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় এমপি জাফরের ছেলে গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি 

জাহেদুল ইসলাম সবুজ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাফর আলীর ছোট ছেলে জাহেদুল ইসলাম সবুজকে (৩৯) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার বিকেলে রংপুর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হায়। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।

গ্রেপ্তার হওয়া সবুজ খাদ্য বিভাগের অধীন খাদ্য পরিদর্শক পদে কর্মরত। ‌এর আগে তিনি কুড়িগ্রাম খাদ্য বিভাগে যুক্ত থাকলেও পরে দিনাজপুর খাদ্য বিভাগে বদলি হন।

বৈষম্যবিরোধী আন্দোলনে কুড়িগ্রামে সংঘটিত সংঘর্ষের ঘটনায় নিহত শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি নাজমুল আলম বলেন, ‘কুড়িগ্রাম সদর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় সবুজ এজাহারভুক্ত ৬ নম্বর আসামি। রংপুর র‍্যাব-১৩ তাঁকে গ্রেপ্তার করেছে। আমাদের রিকুইজিশন ছিল।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার আসামিকে আনতে পু‌লিশ পাঠানো হয়েছে। তাঁকে আজ (বুধবার) আদালতে সোপর্দ করা হবে।’

বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলাচত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু