হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে শুধু সদস্য পদে ভোট গ্রহণ চলছে 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তাই আজ সোমবার সকাল ৯টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শুধু সদস্যপদের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে।

জানা গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীকে চেয়ারম্যান ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এর আগের মেয়াদেও জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পরে মেয়াদ শেষে তাঁকে প্রশাসক হিসেবে নিয়োগ দেন সরকার।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. জাফর আলী ও মো. শফিকুল ইসলাম মুসল্লি নামে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। শফিকুল ইসলাম মুসল্লি জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের বাসিন্দা। পরে তিনি তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে গত ২৬ সেপ্টেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

জেলার নয় উপজেলাকে ৯টি ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। প্রত্যেক উপজেলায় একটি করে কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।

জেলা নির্বাচন অফিসের ওয়েবসাইটে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সদস্য পদে ৯ ওয়ার্ডে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে (ভূরুঙ্গামারী) চারজন, ২ নম্বর ওয়ার্ডে (নাগেশ্বরী) চারজন, ৩ নম্বর ওয়ার্ডে (ফুলবাড়ী) দুজন, ৪ নম্বর ওয়ার্ডে (সদর) সাতজন, ৫ নম্বর ওয়ার্ডে (রাজারহাট) পাঁচজন, ৬ নম্বর ওয়ার্ডে (উলিপুর) তিনজন, ৭ নম্বর ওয়ার্ডে (চিলমারী) তিনজন, ৮ নম্বর ওয়ার্ডে (রৌমারী) চারজন এবং ৯ নম্বর ওয়ার্ডে (রাজিবপুর) চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১০ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে (১,২ ও ৩ নম্বর ওয়ার্ড) তিনজন, ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে (৪,৫ও ৬ নম্বর ওয়ার্ড) তিনজন এবং ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে (৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড) চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিব বলেন, আজ সকাল ৯টা থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। 

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩