হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে মিছিল শুরু করার সময় জামায়াতের ১৯ নেতা-কর্মী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে মিছিল শুরু করার সময় জামায়াতের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে সদর ও উলিপুর থানা-পুলিশের যৌথ অভিযানে সদরের যতিনেরহাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ও উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক নেতা-কর্মীদের মধ্যে জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার রয়েছেন। আটক নেতা-কর্মীদের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে। 

জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমিরসহ দলের নেতা-কর্মী, আলেম-ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনের অংশ হিসেবে আজ এই বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয় জামায়াত। কিন্তু মিছিল শুরুর আগে দলটির শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য ও অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকারসহ ১৯ জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এর মধ্যে সদর থানা-পুলিশ ৯ জনকে এবং উলিপুর থানা-পুলিশ ১০ নেতা-কর্মীকে আটক করে। পরে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয় পুলিশ।

এদিকে নেতা-কর্মীদের আটকের ঘটনায় জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী ও সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা বলেন, ‘কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী ইয়াছিন আলী সরকারসহ ১৯ জন নেতা-কর্মীকে কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের সময় অন্যায়ভাবে আটক করা হয়েছে। এ ধরনের আটক আওয়ামী সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ।’ বিবৃতিতে অনতিবিলম্বে দাঁদের মুক্তির দাবি জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি মো. মাসুদুর রহমান ও উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা আজকের পত্রিকাকে বলেন, জামায়াতের নেতা-কর্মীদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩