হোম > সারা দেশ > কুড়িগ্রাম

বালুবাহী ট্রাকের ধাক্কায় মরিচবাহী ট্রাকের হেলপার নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা শহরে বালুবাহী ট্রাকের ধাক্কায় মরিচবাহী অপর একটি ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে শহরের জিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হেলপারের নাম মো. আলম মিয়া (৫০)। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, চিলমারীর ব্রহ্মপুত্র নদ থেকে উত্তোলিত বালুবাহী একটি ট্রাক কুড়িগ্রাম শহরের জিয়া বাজার এলাকা অতিক্রমের সময় সেখানে দাঁড়িয়ে থাকা কাঁচা মরিচবাহী একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় মরিচবাহী ট্রাকের হেলপার আলম মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া বালুবাহী ট্রাকটির চালক জুয়েল গুরুতর আহত হন। স্থানীয়রা আহত চালককে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে মরিচবাহী ট্রাকটির চালক ও বালুবাহী ট্রাকটির হেলপার পালিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন বালুবাহী ট্রাকের চালক জুয়েল বলেন, ‘বালু নিয়ে ধরলা আবাসনে যাচ্ছিলাম। ভোরে বাজারের ওখানে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে জায়গা দিতে গিয়ে মরিচের গাড়িতে ধাক্কা লাগে।’ 

ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালকের মরদেহ উদ্ধার