হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে ইউপি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দ্বিতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করতে প্রশাসন ও নির্বাচনে অংশগ্রহণকারীদের নিয়ে আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, নির্বাচনের সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এ সময় কঠোরভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর এবং এলাকায় টহল দিতে হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব। 

এ ছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেল এএসপি সুমন রেজা, ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন, কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমানসহ উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন। 

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি