হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে ঘন কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, নিহত ২

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটলে দুজন নিহত হন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট শহীদ লে. সামাদ নগর টেকনিক্যাল কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু রশিদুল ইসলাম (৩৯) ও কামাল হোসেন খোকন (৩৯)।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রশিদুল ইসলাম উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারিয়া মুন্সীপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। কামাল হোসেন খোকন বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকারের ছেলে। রশিদুল ধান-চাল ও চাতাল ব্যবসায়ী। খোকন সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যবসা করতেন।

নিহতদের স্বজনেরা জানান, তাঁরা দুজন গত বৃহস্পতিবার ব্যবসায়িক কাজে রংপুরে যান। কাজ শেষে মোটরসাইকেলে রংপুর থেকে ভূরুঙ্গামারী আসার পথে রাত ৩টার দিকে জয়মনিরহাট ইউনিয়নের শহীদ সামাদ নগর টেকনিক্যাল কলেজের পাশে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। এতে রশিদুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। খোকনের চিৎকারের এলাকাবাসী এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে খোকন মারা যান।

ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু