হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে (৪৪) পিটিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক বারেক হোসাইন আপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

কেন্দ্রীয় ছাত্রলীগের দাপ্তরিক প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে রেজভি কবির চৌধুরী বিন্দুকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।’ 

এদিকে, বিন্দু ও তার অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা সোহানকে হত্যার অভিযোগ ওঠার পর শুক্রবার রাতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন বিন্দু। পরে তাঁকেসহ কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি ঝিনুক মিয়াকে আটক করে পুলিশ। সোহান হত্যার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন সদর থানার ওসি মাসুদুর রহমান। 

এর আগে শুক্রবার বিকেলে জেলা সদরের খলিলগঞ্জ বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা সোহানকে পরিবহনকারী একটি প্রাইভেট কারের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ছাত্রলীগের দুই কর্মী আহত হন। এর জেরে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু তাঁর অনুসারীদের নিয়ে সোহানকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। আহত সোহানকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনার পর অভিযুক্ত ছাত্রলীগ নেতা বিন্দু তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে দাবি করেন, ‘গুজবে কান দেবেন না...সোহান ভাই হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন।’

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি