হোম > সারা দেশ > কুড়িগ্রাম

বিদ্যালয়ের রাস্তার দাবিতে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

বিদ্যালয়ের রাস্তার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করেছে শিক্ষকেরা–শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের উলিপুরের নাটির খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা এ ধর্মঘট করে। 

অবস্থান ধর্মঘটে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী জানায়, তাদের বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা নেই। বিদ্যালয়গামী রাস্তাটি ভেঙে পুকুরে নেমে গেছে। এখন অন্যের জায়গা-জমি দিয়ে চলাচল করতে হয়। তারা প্রায় সময় বাধা দেন। জায়গার মালিকেরা বিদ্যালয়ে আসার সময় বিভিন্ন মন্তব্য করে তাদের জমি ব্যবহার করতে নিষেধ করে। তাই এখানে এসেছি বিদ্যালয়ের রাস্তার দাবিতে। 

নাটির খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী অভিযোগ করে বলেন, ‘ইউএনওসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছি না। ফলে খুদে শিক্ষার্থীদের নিয়ে বিপদে পড়েছি। সে কারণে আমরা বাধ্য হয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পরিষদে এসেছি।’ 

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের রাস্তার প্রতিবন্ধকতা দূর হয় এবং বিদ্যালয়ে স্বাধীন ভাবে চলাফেরা করতে পরে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।’ 

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র রায় বলেন, ‘অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা সমস্যাটি সমাধানের জন্য ইউএনও স্যারকে লিখিত অভিযোগ দিয়েছে। আমরাও কথা বলেছি।’ 

এ বিষয়ে ইউএনও শোভন রাংসা বলেন, ‘শিক্ষার্থীরা যখন আমার কাছে এসেছিল। আমি তখন অফিসে ছিলাম না। কিন্তু বিষয়টি আমি অবগত। আগে আমি ও ওসিসহ বিদ্যালয় পরিদর্শন করেছি। বিষয়টি সমাধানের জন্য ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। আশা করছি বিষয়টি দ্রুতই সমাধান করতে পারব।’ 

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩