হোম > সারা দেশ > কুড়িগ্রাম

রংপুর বিভাগে করোনায় ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫৮

প্রতিনিধি

রংপুর: রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজন মারা গেছেন। নিহতদের মধ্যে ঠাকুরগাঁওয়ে দুজন, রংপুরে একজন, দিনাজপুরে একজন এবং পঞ্চগড়ের একজন। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৪৬৬ জন।

একই সময়ে বিভাগের আট জেলায় নতুন করে আরও ২৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৩৫৩ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৭৭ জন করোনা রোগী। এ নিয়ে বিভাগে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯১৫ জন করোনা রোগী।

আজ মঙ্গলবার বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলার ৭৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে দিনাজপুরের ১১০ জন, ঠাকুরগাঁওয়ের ৬৯, কুড়িগ্রামের ২৬, রংপুরের ১৬, গাইবান্ধার ১৩, লালমনিরহাটের ১২, নীলফামারীর ৭ জন এবং পঞ্চগড়ের ৫ জন।

বিভাগে করোনাভাইরাসে সোমবার পর্যন্ত দিনাজপুর জেলায় ৭ হাজার ১৭৬ জন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ১৬৯ জনে দাঁড়িয়েছে। রংপুর জেলায় ৫ হাজার ৪২৫ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১০৭ জনের। ঠাকুরগাঁও জেলায় ২ হাজার ৪৭৯ জন আক্রান্ত ও ৬২ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৮৯৫ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়াও নীলফামারী জেলায় ১ হাজার ৬৮৭ জন আক্রান্ত এবং ৩৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৪৮৯ জন আক্রান্ত ও ২৭ জনের মৃত্যু, লালমনিরহাটে ১ হাজার ৩০১ জন আক্রান্ত ও ১৯ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ৯০১ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু হয়েছে।

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি