হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ফুলবাড়ীতে নলকূপ বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে মিস্ত্রির মৃত্যু 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নলকূপ বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে এক মিস্ত্রি মারা গেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিস্ত্রির নাম আজিজুল হক (৪৫)। তিনি জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মরা গাগলা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল আলম মিঞা সোহেল। তিনি বলেন, ‘আজিজুল হকের লাশ তাঁর গ্রামের বাড়িতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’ 

নিহতের সহযোগী রেজাউল ও মজিদুল জানান, আয়রনমুক্ত নলকূপ বসানোর জন্য হেড মিস্ত্রি আজিজুল হক সাতজন সহযোগী নিয়ে আজ সকালে ফকিরপাড়া গ্রামের হারুন মিয়ার বাড়িতে আসেন। সেখানে নলকূপ বসানোর কাজ করার সময় অসাবধানতাবশত লোহার পাইপ বিদ্যুতের লাইনের তারে লেগে বিদ্যুতায়িত হন আজিজুল হক। 

বিদ্যুতায়িত হয়ে আজিজুল হক গুরুতর আহত হন। সহযোগীরা ও স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হুমায়রা বেগম বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই আজিজুল হকের মৃত্যু হয়েছে।’

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালকের মরদেহ উদ্ধার