হোম > সারা দেশ > কুড়িগ্রাম

রৌমারীতে ১৮১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে ১৮১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চর শৌলমারী বাজারের একটি বসতবাড়ি ও দুটি গুদাম থেকে এসব চিনি উদ্ধারের ঘটনা ঘটে। প্রতি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে। 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ১৮১ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। 

পুলিশ জানায়, রৌমারী থানার ওসি আব্দুল্লা হিল জামানের নেতৃত্বে চর শৌলমারী বাজারের একটি বসতবাড়ি ও একটি গোডাউনে অভিযান চালায় পুলিশ। এ সময় আমির চাঁন (৪৫) ও চান্দু মিয়া (৫৫) নামের দুই অবৈধ মজুতকারী পালিয়ে যান। 

গুদাম তালাবদ্ধ থাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. আছিফ উদ্দীন মিয়া ও রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তালা ভাঙার ব্যবস্থা করেন। তাঁদের উপস্থিতিতে আমির চাঁনের বাড়ি থেকে ৩০ বস্তা, চর শৌলমারী বাজারে অবস্থিত তাঁর গুদাম থেকে ১২৫ বস্তা এবং একই বাজারের চান্দু মিয়ার গুদাম থেকে ২৬ বস্তা চিনি উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে প্রায় ৯ মেট্রিক টন চিনি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। 

ওসি আব্দুল্লা হিল জামান বলেন, ‘ভারতীয় বস্তায় প্যাকেটজাত করা এসব চিনি উপজেলার কাউয়ার চর দিয়ে অবৈধ পথে এনে মজুত করা হয়েছে। চোরাচালানে জড়িত আমির চাঁন ও চান্দু মিয়া পলাতক রয়েছেন।’ 

ওসি বলেন, ‘জব্দ চিনি থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযোগ ওঠা দুজনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।’ 

স্থানীয় একাধিক সূত্র জানায়, উলিপুর উপজেলার সাহেবের আলগা ও রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ এবং রৌমারী উপজেলার হলহলিয়া ও জিঞ্জিরাম নদী হয়ে নৌপথে ভারতীয় চিনি রৌমারীর বিভিন্ন এলাকায় নিয়মিত প্রবেশ করছে।

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি