কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদেশি পিস্তলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকা থেকে তাঁদের আটক করা হয়। কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্ৰামের আলামিন (২০) ও ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্ৰামের সজীব মিয়া (২০)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, ‘গতকাল মঙ্গলবার উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকার শেখ হাসিনা ধরলা সেতুর পূর্ব প্রান্তের বাঁশঝাড় থেকে বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।’