কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রলির ধাক্কায় ইয়াসিন আলী (৬) নামের এক শিশুর নিহত হয়েছে। আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর হাজীটারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার ধনী গাগলা এলাকার দুলুয়ার পাড় গ্রামের মিজানুর রহমানের ছেলে।
কাশীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক শিশু মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, শিশুটি খেলার সময় বাড়ির সামনের পাকা রাস্তায় দৌড় দেয়। এ সময় একটি শ্যালো মেশিন চালিত ট্রলির ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতাল নেওয়ার সময় পথে মারা যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সবকিছু জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।