হোম > সারা দেশ > কুড়িগ্রাম

বিদ্যুতায়িত হয়ে দাদা ও নাতির মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুতায়িত হয়ে দাদা ও নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের পর উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের কুঠিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে ডোবার পানি সেচে মাছ ধরতে যায় কুঠিবাড়ি গ্রামের এমদাদুল হক এন্তা (৬০) ও তাঁর নাতি রাকেশ (৫)। এ সময় তারা বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। 

প্রত্যক্ষদর্শী মামুন জানান, একটি চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি এমদাদুল পানিতে এবং রাকেশ ডোবার তীরে পড়ে আছে। কে আগে বিদ্যুতায়িত হয়েছে তা বোঝা যায়নি। 

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, বিদ্যুতায়িতদের আত্মীয়স্বজন প্রথমে রাকেশকে ভূরুঙ্গামারী হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অপরদিকে এমদাদুলকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। 

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাইমা হক জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুতায়িত শিশুটির মৃত্যু হয়েছিল। 

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তি ও তাঁর নাতি মারা যাওয়ার ঘটনা ঘটে। অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি