হোম > সারা দেশ > কুড়িগ্রাম

চিলমারীতে বাঘাইড় মাছ বিক্রেতাকে জরিমানা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে বাঘাইড় মাছ বিক্রির চেষ্টা করায় মো. সাজু মিয়া (৩২) নামে এক বিক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মাছটি স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। মাছ বিক্রেতা সাজু মিয়া উপজেলার রমনা মডেল ইউনিয়নের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে ব্রহ্মপুত্র নদে প্রায় ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়ে। পরে সেই মাছ সাজু নামে এক বিক্রেতা উপজেলার থানাহাট ইউনিয়নের পাম্পেরমোড় এলাকায় বিক্রি করার চেষ্টা করে। এ সময় বন বিভাগের একটি দল মাছটি উদ্ধার করে ইউএনও অফিসে নিয়ে যায়। 
 
পরে ইউএনও মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছ বিক্রেতা সাজু মিয়াকে নগদ ৫০০ টাকা জরিমানা করে। পরে উদ্ধার করা মাছটি স্থানীয় এক এতিমখানায় দেওয়া হয়।

ইউএনও মো. মাহবুবুর রহমান বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপদ) আইন ২০১২ এর ৩৯ ধারায় জরিমানা করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুজ্জামান খান, চিলমারী থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান।

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি