হোম > সারা দেশ > কুড়িগ্রাম

চিলমারীতে বাঘাইড় মাছ বিক্রেতাকে জরিমানা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে বাঘাইড় মাছ বিক্রির চেষ্টা করায় মো. সাজু মিয়া (৩২) নামে এক বিক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মাছটি স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। মাছ বিক্রেতা সাজু মিয়া উপজেলার রমনা মডেল ইউনিয়নের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে ব্রহ্মপুত্র নদে প্রায় ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়ে। পরে সেই মাছ সাজু নামে এক বিক্রেতা উপজেলার থানাহাট ইউনিয়নের পাম্পেরমোড় এলাকায় বিক্রি করার চেষ্টা করে। এ সময় বন বিভাগের একটি দল মাছটি উদ্ধার করে ইউএনও অফিসে নিয়ে যায়। 
 
পরে ইউএনও মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছ বিক্রেতা সাজু মিয়াকে নগদ ৫০০ টাকা জরিমানা করে। পরে উদ্ধার করা মাছটি স্থানীয় এক এতিমখানায় দেওয়া হয়।

ইউএনও মো. মাহবুবুর রহমান বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপদ) আইন ২০১২ এর ৩৯ ধারায় জরিমানা করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুজ্জামান খান, চিলমারী থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান।

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩