হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার ও সড়কে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার ও সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর গ্রামের গৃহবধু সায়মন বেগম ও সকাল ১০টার দিকে বন্দবেড় ইউনিয়নের চর টাপুরচর গ্রামের আরিফুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। একইদিন দুপুর ১২টার দিকে সায়দাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় কোমড়ভাঙ্গী গ্রামের জিয়াউর রহমানের ছেলে আবু জিহাদ নিহত হয়েছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে উপজেলার যাদুরচর ইউনিয়নের খেয়ারচর গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী মো. শহিদের স্ত্রী সায়মন বেগম (৬১) স্বামীর সঙ্গে অভিমান করে গলায় রশি দিয়ে ‘আত্মহত্যা’ করেন। সকাল ১০টার দিকে বন্দবেড় ইউনিয়নের চর টাপুরচর গ্রামের বাবলু মিয়ার ছেলে আরিফুল ইসলাম (১৯) স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় রশি পেচিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। একদিন দুপুর ১২টার দিকে সায়দাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় কোমড়ভাঙ্গী গ্রামের জিয়াউর রহমানের ছেলে আবু জিহাদ নিহত হয়। 

যাদুরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরবেস আলী আজকের পত্রিকাকে বলেন, সোমবার বেলা ১১টার দিকে সাইকেলযোগে মাদ্রাসায় যাচ্ছিল মাদ্রাসাছাত্র আবু জিহাদ (১২)। এ সময় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি কাভার্ডভ্যান সায়দাবাদ স্লুইটগেট এলাকায় ডিসি রাস্তায় তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জিহাদ নিহত হয়। তবে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ দেয়নি। 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার জানান, তিনটি ঘটনায় কোনো পরিবারের অভিযোগ দেয়নি। এসব ঘটনায় ধানায় তিনটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। 

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু