কুড়িগ্রামের ফুলবাড়ীতে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সদর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম আব্দুর রহিম বাদশা (৫০)। তিনি ওই গ্রামের কাশেম আলীর ছেলে। মৃত আব্দুর রহিম বাদশা এক ছেলে ও এক মেয়ের বাবা।
নিহত ব্যক্তির পরিবার ও এলাকাবাসী জানায়, বাদশাসহ আরও ৯ জন শ্রমিক ওই এলাকার আবুবকর সিদ্দিকের জমির ধান কাটতে যান। মাথায় করে ধানের বোঝা বাড়িতে নিয়ে আসার সময় পথিমধ্যে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাঁর সঙ্গীরা উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুকুল বিকাশ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু ঘটে।’