বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও তাঁর স্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে গাড়িযোগে কুড়িগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে বগুড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাঁদের গাড়িতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী এবং কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সাদ্দাম হোসেন জানান, শোভনের গাড়িতে তাঁর স্ত্রী বিথি ছিলেন। তাঁরা দুজনই আহত হয়েছেন। বিথি সামান্য আহত হলেও শোভনের মাথায় আঘাতের কারণে কয়েকটি সেলাই পড়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার ব্যবস্থা হচ্ছে।
সাবেক ছাত্রলীগ নেতা শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী জানান, রংপুর জেলা আওয়ামী লীগের এক নেতাসহ তাঁর গাড়িতে করে স্ত্রীকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন শোভন। ওই আওয়ামী লীগ নেতা নিজে গাড়ি চালাচ্ছিলেন। শোভনও গাড়ির সামনে বসা ছিলেন। বগুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে গিয়ে গুরুতর আহত হন শোভন। তাঁর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। তাঁর স্ত্রী ও সঙ্গে থাকা আওয়ামী লীগ নেতা সামান্য আহত হলেও সুস্থ আছেন।
নুরুন্নবী চৌধুরী বলেন, ‘শোভনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছে। আমি দেশবাসীর কাছে ছেলের সুস্থতার জন্য দোয়া চাই।’