কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মারা গেছে ফয়সাল (২)। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় উপজেলার চর গোরকমণ্ডল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাভিরাট ইউনিয়নের জুয়েল মিয়ার ছেলে এবং উপজেলার চর গোরক মণ্ডল গ্রামের দুলাল মিয়ার নাতি।
উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বুধবার ফয়সাল তার মা-বাবাসহ নানাবাড়িতে বেড়াতে আসে। আজ সকালে নানাবাড়ির বাইরের উঠানে খেলার সময় সবার অগোচরে পাশের পুকুরের পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। প্রতীকী ছবি