হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নাগেশ্বরীতে বাস চাপায় শিশুসহ নিহত ২, আহত ৩

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাস চাপায় শিশুসহ অটোরিকশা চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের নাগেশ্বরী উপজেলার আলেপের তেপথি এলাকায় জুলেখা পাম্পের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন নিহত শিশুটির বাবা শহিদুল ইসলাম (২৮), মা শাহানাজ বেগম (২৫) ও দাদী সুফিয়া খাতুন। 

নিহত শিশুটির নাম সুমাইয়া (৪)। সে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পূর্ব রায়গঞ্জ বড়বাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। অটোরিকশা চালক আব্দুল জলিল সরকার (৬০) রায়গঞ্জ ইউনিয়নের শাপখাওয়া গ্রামের মৃত সুমাদ্দি সরকারের ছেলে। 

প্রত্যক্ষদর্শী উমা চরণ ও স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন জানান, নাগেশ্বরী থেকে একটি অটোরিকশা রায়গঞ্জ আলেপের তেপতি নামক এলাকায় আসলে ঢাকাগামী রিজভী পরিবহন নামের একটি নৈশ কোচ (মেট্রো-ব-১৩-০৪৯৩ নম্বর) পাশ দিয়ে যাওয়ার সময় বাসটির সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি উল্টে যাত্রীসহ বাসের পেছন দিকের চাকার নিচে পড়ে যায় এবং দুমরে মুচড়ে যায়। 

এ সময় অটোরিকশা চালক আব্দুল জলিল ও যাত্রী সুমাইয়া (৪) ঘটনা স্থলেই মারা যায়। গুরুতর আহত হন সুমাইয়ার বাবা শহিদুল ইসলাম (২৮), মা শাহানাজ বেগম (২৫) ও দাদী সুফিয়া খাতুন। এলাকাবাসী ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ সেখান থেকে চালকসহ বাসটি আটক করে থানায় নিয়ে যায়। আটক বাস চালক মকবুল হোসেন (৩১) কুড়িগ্রাম পলাশবাড়ী এলাকার রমজান আলীর ছেলে। 
 
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান জানান, ঘটনার পরেই স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চালকসহ বাসটি আটক করা হয়েছে। 

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩