হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ

কুড়িগ্রাম প্রতিনিধি

ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের দাবিতে কুড়িগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের কুড়িগ্রাম জেলা শাখা এই কর্মসূচি পালন করে।

আজ রোববার সকাল ৯টা থেকে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে জিরো পয়েন্ট কুড়িগ্রাম-চিলমারী-ভূরুঙ্গামারী সড়ক অবরোধ করে প্রায় ৫ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা।

ন্যাশনাল সার্ভিস প্রকল্পের এই প্রতিবাদ কর্মসূচিতে কুড়িগ্রামের ৯ উপজেলার কয়েক হাজার সদস্য অংশগ্রহণ করেন। শহরের কেন্দ্রস্থলে সড়কের ওপর কর্মসূচি পালনের যান চলাচল বিঘ্নিত হয়ে জনদুর্ভোগ তৈরি হয়। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার ছিল—ঘরে ঘরে চাকরি দেবেন। কিন্তু ন্যাশনাল সার্ভিস প্রকল্পের মাধ্যমে দুই বছর মেয়াদি চাকরির পর তা বন্ধ হয়ে যায়। ফলে এ প্রকল্পের কুড়িগ্রামের প্রায় ৩৮ হাজার শিক্ষিত মানুষ বেকার হয়ে পড়েছেন। এ প্রকল্পের স্থায়ীকরণের দাবি জানান তাঁরা।

সংগঠনটির কুড়িগ্রাম শাখার সাধারণ সম্পাদক মো. মাইদুল ইসলাম বলেন, ‘ন্যাশনাল সার্ভিস প্রকল্পে দেশের প্রায় দুই লক্ষাধিক যুবক ও যুব মহিলা প্রশিক্ষণ ও কর্ম সংযুক্তি পেয়েছিল। দুই বছর পর প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় আমরা লাখ লাখ শিক্ষিতরা বেকার হয়ে পড়ি। বর্তমানে আমরা পরিবার ও সন্তান নিয়ে খুব কষ্টে আছি। আমরা ন্যাশনাল সার্ভিস পুনরায় চালুর পাশাপাশি এটি স্থায়ী করার দাবিতে আজ সমবেত হয়েছি।’

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ‘শহীদ মিনার চত্বরে অবস্থানের অনুমতি নিয়ে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা সড়কে অবস্থান নেন। এ সময় যান চলাচল বিঘ্নিত হয়ে কিছুটা জনদুর্ভোগ হয়েছে। আমরা বিকল্প সড়কে জনগণের চলাচলের ব্যবস্থা করেছিলাম।’

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি