হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে জোড়া লাগানো দুই শিশুর জন্ম

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের একটি প্রাইভেট ক্লিনিকে সিজারের মাধ্যমে এক প্রসূতি মা জোড়া লাগানো দুই কন্যা শিশুর জন্ম দিয়েছেন। গতকাল সোমবার রাতে কুড়িগ্রাম শহরের খান ক্লিনিকে সিজারের মাধ্যমে ওই জোড়া লাগানো দুই শিশুর জন্ম হয়। আজ মঙ্গলবার সকালে শিশু দুটিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

শিশু দুটি কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের খামার শিবরাম গ্রামের রানা মিয়ার-নাসরিন বেগম দম্পতির সন্তান। রানা মিয়া পেশায় একটি পরিবহন কাউন্টারের ম্যানেজার। 

ক্লিনিক সূত্রে জানা গেছে, নাসরিন বেগমকে গতকাল সোমবার ক্লিনিকে ভর্তি করানো হয়। রাত ১০টার দিকে সিজারের মাধ্যমে জোড়া লাগানো শিশুর জন্ম হয়। জন্মের পর মা ও শিশু দুটির শারীরিক অবস্থা ভালো ছিল। 

সিভিল সার্জন ডা. মনজুর এ মোর্শেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ‘বার্থ ডিফেক্টের কারণে এ ধরনের শিশুর জন্ম হয়ে থাকে। জন্ম নেওয়া শিশু দুটির শরীরের শেষ ভাগের পেছন অংশ জোড়া লাগানো। জন্মের সময় তাদের ওজন সাড়ে চার কেজি ছিল। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রংপুরে পাঠানো হয়েছে। তাদের শারীরিক অবস্থা এবং পরবর্তী চিকিৎসা ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়।’

এ ব্যাপারে শিশু দুটির বাবা মায়ের বক্তব্য পাওয়া যায়নি। 

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা