হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে চালু হলো ২ টাকার সবজির বাজার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম শহরে দরিদ্রদের জন্য ২ টাকার সবজির বাজার চালু করা হয়েছে। আজ বুধবার বিকেলে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে আনুষ্ঠানিকভাবে বাজার চালু করে ফাইট আনটিল লাইট (ফুল) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ঈদের আগের দিন পর্যন্ত জেলা সদর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই কর্মসূচি চলবে।

উদ্বোধনী দিন দেড় শতাধিক প্রতিবন্ধী, ভিক্ষুক ও হতদরিদ্র মানুষের মধ্যে এক কেজি আলু, এক কেজি বেগুন, একটি করে মিষ্টি কুমড়া, একটি লাউ ও একটি ডিম দেওয়া হয়। পুরো প্যাকেজের বাজার মূল্য প্রায় দেড় শ টাকা। তবে মাত্র ২ টাকার বিনিময়ে এই সবজি প্যাকেজ পেয়েছেন সুবিধাবঞ্চিত মানুষ। স্বল্প মূল্যে সবজি পেয়ে খুশি তারা।

দুই টাকার সবজি বাজারে সবজি কিনতে আসা আরাজি পলাশবাড়ী গ্রামের প্রতিবন্ধী আকবর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দিন ভিক্ষা করে যে টাকার জোগান হয় তাতে খুব একটা ভালো মন্দ খাওয়া হয় না। দুই টাকার বিনিময়ে অন্তত পেট পুড়ে সবজি ডিম খাওয়ার সুযোগে খুশি আমি।’

আকবর বলেন, ‘মাত্র ২ টাকায় এতোগুলা সবজি পাইলং। সঙ্গে ডিম। এটা হামার জন্যে খুব ভালো হইল। এ বাজার গরিব মানুষের জন্য রহমত।’

সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, ‘দুই টাকার বিনিময়ে তার এ কর্মসূচিতে ঈদের আগের দিন পর্যন্ত দরিদ্র মানুষ ডিমসহ ৫টি আইটেম ক্রয় করতে পারবেন। প্রতিদিন দেড় থেকে দুশইত মানুষের মধ্যে এসব পণ্য নামমাত্র মূল্যে বিতরণ করা হবে। এটা রিলিফ নয়, অংশীজনদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই এ সবজি বাজারে ২ টাকা নেওয়া হচ্ছে। এটি দয়া বা করুণা নয়, এটা তাদের অধিকার।’

ঈদের আগে তাদের সংগঠনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে মাত্র ১০ টাকার বিনিময়ে ঈদের পোশাক বিক্রি করা হবে বলে জানান এই সংগঠক।

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালকের মরদেহ উদ্ধার