হোম > সারা দেশ > কুড়িগ্রাম

গ্রামে গরু উদ্ধারে গিয়ে হামলার শিকার বিজিবি, গুলিতে আহত ১ 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে ভারতীয় গরু আটকের সময় বিজিবির টহল দলের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় বিজিবির গুলিতে একজন আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাতে ভারতীয় গরু পাচার করে আনার সময় তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর এলাকায় চোরাকারবারিদের ধাওয়া করে দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের একটি টহল দল। ধাওয়া খেয়ে চোরাকারবারিরা ৪টি গরু দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের আসাদুল ইসলামের (৪০) গোয়াল ঘরে রাখে। দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহল দল ওই বাড়ি ঘেরাও করলে সংঘবদ্ধ চোরাকারবারিরা গরুগুলো নিজেদের গৃহপালিত দাবি করে বিজিবিকে চ্যালেঞ্জ করে। একপর্যায়ে তাঁরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। আত্মরক্ষায় বিজিবির টহল দল দুই রাউন্ড গুলি ছোড়ে। এ সময় শিলখূড়ী ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের কেতু শেখের পুত্র জহুরুল হক পায়ে গুলি বিদ্ধ হয়। আহত জহুরুল বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

কুড়িগ্রাম বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল মোত্তাকিম বলেন, চোরাকারবারিরা বিজিবির টহল দলের ওপর হামলা চালালে বিজিবি ফাঁকা গুলি ছোড়ে। এতে কেউ আহত হয়েছে কি না  খোঁজ নেওয়া  হচ্ছে। বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। 

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, বিজিবি দুই রাউন্ড গুলি করেছে। তবে এখন পর্যন্ত কেউ মামলা করেনি।

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ