চার বেহারার পালকি, গায়ে কালো শেরওয়ানি, মাথায় পাগড়ি পরে কয়েক শ মানুষ নিয়ে নববধূকে নিতে যাচ্ছেন বর। গ্রামবাংলায় প্রায় বিরল এই দৃশ্য গতকাল শনিবার দেখা গেল কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা এলাকায়।
বর রমনা মডেল ইউনিয়নের সরকারপাড়া গ্রামের খলিলুর রহমান সরকারের ছেলে জাকারিয়া সরকার। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে তিনি বাবার ব্যবসা দেখাশোনা করছেন।
আর কনে ফাতেমাতুজ জোহরা পিয়া একই গ্রামের আবু জেয়াদ আজাদ বিপ্লবের মেয়ে। পিয়ার বাবাও হার্ডওয়ারের ব্যবসা করেন। দুই সন্তানের মধ্যে পিয়া বড়। তিনি হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত।
জাকারিয়া সরকার আজকের পত্রিকাকে বলেন, কয়েক বছর আগে দাদা ওসমান আলী সরকার মারা যান। দাদার স্বপ্ন ছিল একমাত্র নাতির বিয়ে হবে পালকিতে। তাছাড়া কালের বিবর্তনে গ্রামবাংলার ঐতিহ্য পালকি বিলুপ্ত হয়ে গেছে। দাদার স্বপ্নপূরণ এবং হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে মূলত এই আয়োজন।
কনের বাবা আবু জেয়াদ আজাদ বিপ্লব বলেন, ‘আমরা একই গ্রামের। বিয়েতে পালকি থাকবে এটা দুই পরিবারের সম্মতি ছিল। পালকি গ্রামবাংলার একটি হারানো ঐতিহ্য। এ প্রজন্ম পালকির নাম শুনলেও চোখে দেখেনি। হারানো ঐতিহ্য ধরে রাখতেই আমাদের এই আয়োজন।’