হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নানার বাড়িতে ঈদ করতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে সাদিয়া আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পুরির পটল এলাকায় ঘটনাটি ঘটেছে। 

নিহত সাদিয়া চট্টগ্রামের ক্যাপটেন বাজার দুই নম্বর কলোনির বাসিন্দা হাসান আলীর মেয়ে। 
 
নিহত শিশুর মামা আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোন ও ভাগনি সাদিয়া চট্টগ্রাম থেকে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের পুরির পটল এলাকায় পিতার বাড়িতে ঈদ উদ্‌যাপন করার জন্য আসেন। এরপর সবাই মিলে ঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ভাগনি সাদিয়া উঠানে খেলা করছিল। কিছু সময় পর বিকেলে সাদিয়ার খোঁজ করতে গিয়ে তারা দেখতে পায় বাড়ির ভেতরে থাকা ব্যবহৃত পানির গর্তে (টিউবওয়েল এর পানি জমাকৃত জায়গা) সাদিয়া ভেসে রয়েছে। এরপর স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মৌনি সেনগুপ্তা জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়। 

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩