হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নিখোঁজের ৪ দিন পর তিস্তা নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের চার দিন পর তিস্তা নদীতে ডুবে যাওয়া কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর রাতে তিস্তা নদীতে মাছ ধরার সময় জেলেরা একটি মরদেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্বজনেরা বদিয়াজ্জামান বদিয়ালের (৫৮) মরদেহ হিসাবে শনাক্ত করেন। নিহত বদিয়ালের মরদেহ উদ্ধারের পর সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গত বুধবার বিকেলে সাঁতরে তিস্তা নদী পাড় হওয়ার সময় নিখোঁজ হন তিনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, থেতরাই ইউনিয়নের নগরপাড়া গ্রামের শহিদুল, গোলজার ও বদিয়াজ্জামানসহ চারজন গত বুধবার দুপুরে গরুর খাদ্য (ঘাস) সংগ্রহের জন্য পূর্ব দিক থেকে তিস্তা নদী সাঁতরে পশ্চিম দিকের গোড়াই পিয়ার চরে যান। এরপর ঘাস সংগ্রহ শেষে বিকেলে চারজন মিলে পুনরায় নদী সাঁতরে পূর্ব দিকে আসার পথে মাঝ নদীতে তিস্তার প্রবল স্রোতের মধ্যে পড়ে তিনজন তীরে পৌঁছাতে পারলেও বদিয়াজ্জামান নিখোঁজ হয়ে যান। 

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল অভিযান চালিয়ে উদ্ধার করতে ব্যর্থ হন। নিখোঁজের চার দিন পর শনিবার ভোর রাতে দুর্ঘটনাস্থলের কিছু দুরে জুয়ানসাতরা এলাকায় তার মরদেহ ভেসে উঠলে পরিবারের পক্ষ থেকে বদিয়ালকে শনাক্ত করা হয়। 

থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি