কুড়িগ্রামের উলিপুরে বালু ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাবিবুর ইসলাম তানজিদ (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকাল পৌনে ৭টার দিকে উলিপুর-রাজারহাট সড়কে মহেশের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ চালক শামসুলকে (৩১) আটক করেন।
নিহত তানজিদ পৌরসভার নিজাই খামার তেলিপাড়া গ্রামের বক্তার আলীর ছেলে। সে বাকরেরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তানজিদ সকালে বাইসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে বের হয়। এ সময় উলিপুর থেকে দ্রুতগামী একটি বালু ভর্তি ট্রাক পেছন থেকে তানজিদের সাইকেলে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ চালক শামসুলকে আটক করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।