হোম > সারা দেশ > কুড়িগ্রাম

রৌমারীতে ট্রাক্টর-অটো ভ্যানের সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি

রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে বালুবোঝাই ট্রাক্টর চাপায় সাদেকুল ইসলাম (২৩) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার সকাল ছয়টার দিকে উপজেলার মির্জাপাড়ার রৌমারী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাঁটুভাঙা এলাকার নূর হোসেনের ছেলে। আহতরা হলেন-উপজেলার যাদুরচর ইউনিয়নের নতুন যাদুরচর গ্রামের সৈয়দ আলীর ছেলে লাল মিয়া (৪০), বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের সাইদুল ইসলামের ছেলে সবুজ মিয়া (১৩) ও রাজিবপুর উপজেলার বালিয়ামারি গ্রামের মৃত ওসমান গনীর ছেলে লালচাঁন (৫০)।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন। পরে আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী মির্জাপাড়া গ্রামের মমিনুল ইসলাম জানান, রৌমারী থেকে ছেড়ে আসা দুটি বালুবোঝাই ট্রাক্টর পাল্লা দিয়ে বেপরোয়াভাবে আসছিল। একই সময়ে বিপরীত দিক থেকে দুজন যাত্রী নিয়ে রৌমারীর দিকে যাচ্ছি একটি অটো ভ্যান। এ সময় অটো ভ্যানকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গর্তে পড়ে যায় একটি ট্রাক্টর। ভ্যান চালকসহ তিনজন ও ট্রাক্টরের হেলপার গুরুতর আহত হয়। তাঁদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করানো হয়।

রৌমারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাক বলেন, নিহত সাদেকুলের মাথা থেতলে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ফলে হাসপাতালে ভর্তির পরই তিনি মারা যান। আহতদের অবস্থার অবনতি ঘটায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩