হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম পৌর এলাকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রশান্ত কুমার (১২) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্র মারা গেছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রশান্ত পৌর এলাকার গোরস্থান পাড়ার পরশ কুমারের ছেলে এবং ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে প্রশান্ত বিদ্যুতের মেইন লাইনের পাশে গাছে উঠে ডাল কাটছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের মেইন তারের সঙ্গে গাছের ডাল লেগে সে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে মাটিতে ছিটকে পড়ে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে। এরপর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির বাবা পরশ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলেসহ সকালে একসঙ্গে খাওয়া-দাওয়া করেছি। আমার কপালে বুঝি এটাই লেখা ছিল। কীভাবে যে আমার ছেলে বিদ্যুতায়িত হয়ে মারা গেল আমার বুঝে আসছে না!’

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা সম্পর্কে জেনেছি, পৌর এলাকার গোরস্থান পাড়ায় গাছের ডাল কাটতে গিয়ে এ ঘটনা ঘটে।

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি