কুড়িগ্রামের ফুলবাড়ীতে মিম আক্তার (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মিম আক্তার ওই গ্রামের রিপন মিয়ার স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ছয় বছর আগে মিম ও রিপনের বিয়ে হয়। তাঁদের ঘরে দুই বছরের একটি ছেলেসন্তান রয়েছে। গত বুধবার ওই গৃহবধূ বাবার বাড়ি যাওয়ার জন্য শাশুড়ির কাছে অনুমতি চান। শাশুড়ি অনুমতি দিতে দেরি করায় তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। রাতে স্বামী-স্ত্রী একই কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে সাহরির সময় কাফেলার লোকজনের ডাকে ওই গৃহবধূর স্বামী ঘুম থেকে জেগে যান। এ সময় তিনি দেখেন ঘরের আড়ার সঙ্গে স্ত্রীর মরদেহ ঝুলছে।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।