হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারী সীমান্তে ইয়াবা-টাকাসহ আটক ১

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে আটক ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় দুই হাজার ইয়াবা ও নগদ তিন লাখ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অভিযুক্ত সামিউল ইসলাম উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাঁশজানি গ্রামের বাসিন্দা। কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির দিয়াডাংগা ক্যাম্পের টহল দল গতকাল রোববার রাতে তাঁকে আটক করে।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার হবে—এমন তথ্য পেয়ে বাহিনীর একটি টহল দল রাত ৮টার দিকে মইদাম (ময়দান) এলাকায় অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তিকে মোটরসাইকেলে করে সীমান্তবর্তী বাঁশজানি থেকে মইদাম কলেজের দিকে আসতে দেখা যায়। টহল দল তাঁকে থামতে বললে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাঁকে আটক করে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯২৫টি ভারতীয় ইয়াবা, ৩ লাখ টাকা, মাদক চোরাচালানে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। মামলা দিয়ে তাঁকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান।

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, মাদক পাচার বন্ধে সীমান্তে বিজিবির অভিযান চলমান রয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালকের মরদেহ উদ্ধার