হোম > সারা দেশ > কুড়িগ্রাম

বাবার লাশ রেখে এইচএসসি পরীক্ষা দিলেন মেরাজ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

পরীক্ষাকেন্দ্রের কক্ষগুলোতে রোল নম্বর খোঁজার জন্য যখন সবাই ব্যস্ত, তখন নিজের কক্ষের সামনে নীরবে দাঁড়িয়ে কাঁদছিলেন এইচএসসি পরীক্ষার্থী মেরাজ হক। বাবার লাশ রেখে অশ্রুসিক্ত চোখে পরীক্ষা দিলেন তিনি। আজ বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাইফুর রহমান সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রের ৩ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নেন তিনি।

গতকাল বুধবার মধ্যরাতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন মেরাজ হকের বাবা শরিফুল হক মিল্টন (৪৭)। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের হকটারী এলাকার বাসিন্দা। বাবার দোয়া নিয়ে পরীক্ষা দেওয়ার কথা ছিল মেরাজের। কিন্তু বাবার লাশ রেখে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার কঠিন কাজটি করতে হয় তাঁকে। 

পরীক্ষার হলে কিছুক্ষণ পরপর ফুঁপিয়ে কাঁদছেন তিনি। সংবাদটি ছড়িয়ে পড়লে সবাই ব্যথিত হয়ে পড়েন। এ সময় সান্ত্বনা দেন তাঁর সহপাঠীরা। মেরাজ ফুলবাড়ী ডিগ্রি কলেজের কারিগরি শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। 

সহপাঠী রবিউল ইসলাম বলেন, মেরাজ হক পরীক্ষা দিতে গিয়ে বাবার শোকে পুরো সময়ই কেঁদেছেন। এক হাতে চোখের পানি মুছে আরেক হাতে খাতায় লিখেছেন। 

মেরাজের স্বজন পলাশ হোসেন বলেন, ‘বাবাকে হারানোর পর ভেঙে পড়েন মেরাজ। অনেকটা জোর করে তাঁকে পরীক্ষা হলে আনতে হয়েছে। তবে কান্না থামেনি। আমরা সান্ত্বনা দিয়ে পরীক্ষার হলে নিয়ে এসেছি।’ আজ বেলা আড়াইটায় তাঁর বাবার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানান তিনি। 

সাইফুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ ও পরীক্ষাকেন্দ্রের সচিব মো. রফিকুল ইসলাম বলেন, ‘পরীক্ষার্থী মেরাজ হকের বাবার মৃত্যুর খবরে আমরাও ব্যথিত হয়েছি। এরপরও প্রকৃতির নিয়ম মেনে সমবেদনা ও সান্ত্বনা জানিয়ে পরীক্ষায় অংশগ্রহণে তাকে উৎসাহ প্রদান করা হয়েছে। তবে তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়নি। সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষায় অংশ নিয়েছে।’ 

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা