হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নাতির মোটরসাইকেল চাপায় দাদির মৃত্যু 

প্রতিনিধি, তাড়াইল (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের তাড়াইলের রাউতি ইউনিয়নের পুরুড়া গ্রামে নাতির মোটরসাইকেল চাপায় দাদির মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। 

মৃত সখিনা আক্তার (৬০) পুরুড়া গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী। 

নিহতের স্বজনেরা জানান, সখিনা আক্তার (৬০) নিজ বাড়ির আঙিনায় গৃহস্থালির কাজ করার সময় নাতি হোসাইনের (২২) মোটরসাইকেল চাপা পড়ে। পরে ডাক চিৎকারে আশপাশের লোকজন সখিনাসহ মোটরসাইকেল চালক নাতি হোসাইন (২২) এবং আরোহী কাওসারকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক সখিনা আক্তারকে মৃত ঘোষণা করেন। 

নিহত সখিনার পরিবার জানায়, মোটরসাইকেল চালক হোসাইন সম্পর্কে নিহত সখিনার চাচাতো ভাইয়ের নাতি। 

এদিকে আহত হোসাইন এবং কাওসারকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
এ ব্যাপারে জানতে চাইলে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত সখিনা আক্তারের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সখিনা আক্তারের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি

কিশোরগঞ্জে বিএনপির ৭ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, চিন্তিত তৃণমূল নেতা-কর্মীরা