হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় বাসচাপায় বাইক আরোহী তিন তরুণ নিহত

মাগুরা প্রতিনিধি 

মাগুরা হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে লাশ। ছবি: আজকের পত্রিকা

মাগুরা সদরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন তরুণ নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন সদরের হাজীপুর ইউনিয়নের বকুল মোল্লার ছেলে সাজিম মোল্লা, লাল মিয়ার ছেলে রবিন ও শালিখা উপজেলার গজদুর্বা এলাকার রিজাউল ইসলামের ছেলে জিসান মোল্লা। সবার বয়স ১৮ এবং তাঁরা মাগুরা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, তিন তরুণ একটি মোটরসাইকেলে করে মাগুরা শহর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথে আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মহিদুর মিয়া বলেন, ‘তিন আরোহী নিয়ে মোটরসাইকেলটি মাগুরাগামী দ্রুতি পরিবহনের নিচে পড়ে যায়। বাসটি মোটরসাইকেলটিকে চাপা দিলে আরোহীরা ছিটকে পড়েন।’

মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সিদ্ধার্থ মজুমদার জানান, দুজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা গেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুতি পরিবহনের বাসটি আটক করেছে। লাশগুলো সদর হাসপাতালের অস্থায়ী মর্গে আনা হয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার