হোম > সারা দেশ > খুলনা

অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর, আটক ২

খুলনা প্রতিনিধি

চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারামারির ঘটনা ঘটছে। এ ঘটনায় পুলিশ রোগীর দুই ছেলেকে আটক করেছে। গতকাল শনিবার সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, নগরীর দৌলতপুর পাবলা কারিকর পাড়ার মাওলানা আ. রাজ্জাকের স্ত্রী কেয়ারুন বেগম দীর্ঘদিন নানা রোগে আক্রান্ত ছিলেন। শনিবার রাত সাড়ে ১২ টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন রাতে খুলনা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসেন। রাতে একাধিকবার কর্তব্যরত চিকিৎসককে ডাকা সত্ত্বেও চিকিৎসা দিতে আসেনি বলে অভিযোগ করেন কেয়ারুন বেগমের ভাতিজা মামুন। 

এদিকে রাত সাড়ে ৩টার দিকে কেয়ারুন বেগমের অবস্থা খারাপ হয়। এ সময় স্বজনেরা চিকিৎসককে একাধিকবার ডাকলেও তাঁরা আসেননি। এরপর কেয়ারুন নেসার মৃত্যু হয়। এরপর মৃতের স্বজনেরা উত্তেজিত হয়ে কামরুল ইসলাম নামের কর্তব্যরত এক চিকিৎসককে মারধর করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান জানান, রাতে রোগীর স্বজনেরা কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল ইসলামকে মারধর করেন। এ অভিযোগে পুলিশ কেয়ারুন বেগমের ছেলে মো. মোস্তাকিম বিল্লাহ আটক করেছে। এ ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, রাতে কেয়ারুন বেগম নামে এক নারী মারা যান। রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালান। হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষ দুজনকে আটক রেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার