হোম > সারা দেশ > খুলনা

৬ দিন নিখোঁজের পর সমন্বয়ককে অচেতন অবস্থায় উদ্ধার

খুলনা প্রতিনিধি

ছয় দিন নিখোঁজের পর খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বদরুল হাসানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বুধবার নগরীর লবণচরা দারোগার লেন থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বদরুল খুলনা সরকারি হাজী মোহাম্মদ মুহসীন কলেজের শিক্ষার্থী। পাশাপাশি নগরীর শেখপাড়া এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পার্টটাইম চাকরি করেন তিনি। 

লবণচরা থানার তদন্ত কর্মকর্তা পলাশ কুমার দাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে নগরীর লবণচরা থানার দারোগার লেনের সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদের সামনে বদরুল হাসানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’ 

তিনি বলেন, ‘তবে গত ছয় দিন তিনি কোথায়–কী অবস্থায় ছিলেন, তা এখনো জানা যায়নি। তিনি সুস্থ হলে তাঁর সঙ্গে কথা বললে এ বিষয়গুলো জানা যাবে। আমরা তার সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি।’ 

স্থানীয়রা জানান, আজ ভোরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মসজিদের মুসল্লিরা পুলিশকে লবণচরা থানায় খবর দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৫-৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করে। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সুমিত পাল আজকের পত্রিকাকে বলেন, ‘বদরুল হাসানের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সে ভালো আছে। তবে সে কয়েক দিন ভিন্ন পরিবেশে ছিল, তার কারণে সে কিছুটা ট্রমার মধ্যে চলে গেছে। তার ট্রমা কাটানোর জন্য সেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

এর আগে ৫ সেপ্টেম্বর ছাত্র আন্দোলন সমন্বয়ক বদরুল হাসান খুলনা নগরীর সোনাডাঙ্গার বাসা থেকে বের হন। এরপর নগরীর ময়লাপোতা এলাকায় বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী প্যাকেট করেন। রাতে বাড়ি না ফেরায় পরদিন তাঁর স্ত্রী (৬ সেপ্টেম্বর) সদর ও সোনাডাঙ্গা থানায় দুটি ডায়েরি করেন।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ