হোম > সারা দেশ > খুলনা

৬ দিন নিখোঁজের পর সমন্বয়ককে অচেতন অবস্থায় উদ্ধার

খুলনা প্রতিনিধি

ছয় দিন নিখোঁজের পর খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বদরুল হাসানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বুধবার নগরীর লবণচরা দারোগার লেন থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বদরুল খুলনা সরকারি হাজী মোহাম্মদ মুহসীন কলেজের শিক্ষার্থী। পাশাপাশি নগরীর শেখপাড়া এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পার্টটাইম চাকরি করেন তিনি। 

লবণচরা থানার তদন্ত কর্মকর্তা পলাশ কুমার দাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে নগরীর লবণচরা থানার দারোগার লেনের সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদের সামনে বদরুল হাসানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’ 

তিনি বলেন, ‘তবে গত ছয় দিন তিনি কোথায়–কী অবস্থায় ছিলেন, তা এখনো জানা যায়নি। তিনি সুস্থ হলে তাঁর সঙ্গে কথা বললে এ বিষয়গুলো জানা যাবে। আমরা তার সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি।’ 

স্থানীয়রা জানান, আজ ভোরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মসজিদের মুসল্লিরা পুলিশকে লবণচরা থানায় খবর দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৫-৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করে। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সুমিত পাল আজকের পত্রিকাকে বলেন, ‘বদরুল হাসানের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সে ভালো আছে। তবে সে কয়েক দিন ভিন্ন পরিবেশে ছিল, তার কারণে সে কিছুটা ট্রমার মধ্যে চলে গেছে। তার ট্রমা কাটানোর জন্য সেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

এর আগে ৫ সেপ্টেম্বর ছাত্র আন্দোলন সমন্বয়ক বদরুল হাসান খুলনা নগরীর সোনাডাঙ্গার বাসা থেকে বের হন। এরপর নগরীর ময়লাপোতা এলাকায় বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী প্যাকেট করেন। রাতে বাড়ি না ফেরায় পরদিন তাঁর স্ত্রী (৬ সেপ্টেম্বর) সদর ও সোনাডাঙ্গা থানায় দুটি ডায়েরি করেন।

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা