হোম > সারা দেশ > ঝিনাইদহ

২ যুবককে আটকের পর গণধোলাই, গ্রামবাসীর দাবি চোর চক্রের সদস্য 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে জনতার ধাওয়া খেয়ে পালানোর সময় দুই যুবককে আটক করা হয়েছে। তাঁরা চোর চক্রের সদস্য বলে জানান স্থানীয়রা। বর্তমানে তাঁরা ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসাধীন। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জগদীশপুর মাঠে এ ঘটনা ঘটে। 

আটক যুবকেরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার আরাবপুর গ্রামের জামাল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) এবং আব্দুল হাকিমের ছেলে সহিদুল ইসলাম। 

আটক জাহাঙ্গীর হোসেন ও সহিদুল ইসলাম জানান, কালীগঞ্জের সুমনের সঙ্গে তাঁরা রাজমিস্ত্রির কাজ করতেন। গতকাল কাজ শেষ করার পর সুমন বলেন, ‘আমার এক ভাই পাওনা টাকা দিচ্ছে না। তার একটা শ্যালো মেশিন আছে খুলে আনতে হবে।’ পরে মাঠে এসে শ্যালো মেশিন খোলার সময় জনতা ধাওয়া দেয়। এ সময় সুমন তাঁদের ফেলে পালিয়ে যান। আর তাঁরা ধরা পড়েন। 

জগদীশপুর গ্রামের সহিদুজ্জামান সাগর বলেন, গতকাল সন্ধ্যায় জগদীশপুর গ্রামের সুবল হালদারের শ্যালো মেশিন খুলছিল চোরেরা। আশপাশের লোকজন দেখতে পেয়ে চিৎকার করলে চোরেরা মেশিন ফেলে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে দুজনকে ধরে ফেলেন। ঘটনাস্থল থেকে পালিয়ে যান সুমন হোসেন নামের আরও একজন। তাঁরা ধরা পড়ার পর গণধোলাইয়ের শিকার হন। এতে গুরুতর আহত হন তাঁরা। 

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) আল মাসুদ মিয়া বলেন, ঘটনাটি গতকালের ডিউটি অফিসার বলতে পারবেন।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার