হোম > সারা দেশ > সাতক্ষীরা

ছিনতাইকারী ধরে জুতার মালা পরাল জনতা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

ছিনতাইয়ের অভিযোগে আটক আবু সাইদ সরদার। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার তালায় ছিনতাইয়ের অভিযোগে আবু সাইদ সরদার নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। তিনি মাগুরাডাঙ্গা গ্রামের মাহফুজ সরদারের ছেলে।

জানা গেছে, গতকাল শনিবার রাতে দীপ্ত নামে এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ছিনতাইয়ের অভিযোগে আজ রোববার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে তালার মাগুরা বাজারে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে জুতার মালা পরিয়ে তালা থানার পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা।

তালা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস কে ফারুক হোসেন জানান, সাইদ এলাকার চিহ্নিত চোর, ছিনতাইকরী ও চাঁদাবাজ। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগের নেতাদের ছত্রচ্ছায়ায় তিনি সংখ্যালঘু পরিবারে চুরি ও চাঁদাবাজি করতেন। তাঁর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। সরকারি দলের নাম ভাঙিয়ে এলাকায় বীরদর্পে চলাফেরার কারণে প্রশাসনও তাঁকে আটক করতে সাহস পেত না। আওয়ামী লীগ সরকারের পতনের পরে তিনি ভোল পাল্টে রাতারাতি হয়ে যান বিএনপির নেতা। এখন বিএনপির নাম ভাঙিয়ে হিন্দু অধ্যুষিত এলাকায় পূর্বের মতো ছিনতাই ও চাঁদাবাজি শুরু করেন। গতকাল রাতে আবু সাইদ মাগুরা গ্রামের দীপ্তর কাছ থেকে ৪০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করেন। এ ঘটনা জানতে পেরে বিএনপি নেতাদের নির্দেশে স্থানীয় বিএনপি নেতা ও জনতার সহযোগিতায় তাঁকে আটক করে জুতার মালা পরিয়ে পুলিশে দেওয়া হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে অভিযুক্ত আবু সাইদকে আটক করে থানায় আনা হয়েছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা