ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবের ফ্রিজে পেঁয়াজ, সরিষার তেল, টকদই রাখাসহ অস্বাস্থ্যকর পরিবেশ ও বৈধ কাগজপত্র না থাকায় কুষ্টিয়ার কুমারখালীতে এক ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টারটিকে অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের প্রদীপ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক প্রদীপ কুমার ঘোষকে এই জরিমানা করা হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এ সময় কুষ্টিয়া সিভিল সার্জন মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, প্রদীপ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবের ফ্রিজে পেঁয়াজ, সরিষার তেল, টকদই পাওয়া গেছে। তা ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও বৈধ কাগজপত্র না থাকার কারণে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযানে অব্যাহত থাকবে।