হোম > সারা দেশ > বাগেরহাট

বঙ্গোপসাগরে পাঁচটি ফিশিং বোট ডুবে গেছে, সাইক্লোন শেল্টারে ১৫ জেলে 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

উত্তাল বঙ্গোপসাগরে পাঁচটি ফিশিং বোট ডুবে চার জেলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে সাগরের আশারচর এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ১৫ জেলে দুবলার মাঝেরকেল্লা সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে। 

মৃতরা হলেন পাথরঘাটার চরলাঠিমারা গ্রামের আ. রাজ্জাক মিয়ার মালিকানাধীন এফবি আল্লারদান বোটের জেলে সরোয়ার (৩০), মনির (২৮), ইব্রাহিম (৩৫) ও দক্ষিণ চরদুয়ানী গ্রামের ফিশিং বোটের মালিক রুহুল খান (৫০)। 

এ বিষয়ে বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরের দুবলারচর, আশারচর, নারিকেলবাড়িয়া, মাঝেরকেল্লা এলাকায় সাগরে পাঁচটি ফিশিং বোট ডুবে যায়। ডুবে যাওয়া বোটের জেলেরা অন্য ফিশিং বোটের সহায়তায় বেঁচে এলেও চারজন মারা গেছেন। 

জেলেপল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলাদ চন্দ্র রায় বলেন, মৃত বোটমালিক রুহুল খানের লাশ তাঁর স্বজনেরা গতকাল বাড়িতে নিয়ে গেছে। এ ছাড়া সাগরের নারিকেলবাড়িয়া ও দুবলারচরের দক্ষিণে গভীর সাগরে আরও দুটি ফিশিং বোট ডুবে গেছে। প্রবল ঢেউয়ে সাগরে মাছ ধরতে না পারায় অনেকে ফিশিং বোট দুবলার মেহেরআলী, ভাঙ্গাখাল, ভেদাখালী, নারিকেলবাড়িয়াসহ সুন্দরবনের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে। 

দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বলেন, গত মঙ্গলবার বিকেলে দুবলার মাঝেরকেল্লা এলাকায় সাগরে ডুবে যায় পিরোজপুরের ভান্ডারিয়ার হেতালিয়া গ্রামের হারুন মিয়ার ফিশিং বোট শাহজালাল-২। এতে সর্বস্ব হারানো ১৫ জন জেলেকে উদ্ধার করে মাঝেরকেল্লা সাইক্লোন শেল্টারে ফিশারম্যান গ্রুপের হেফাজতে রাখা হয়েছে। জেলেদের প্রয়োজনীয় খাবারসামগ্রী সরবরাহ এবং জেলেদের নিজ নিজ বাড়িতে নিরাপদে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। 

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, গতকাল সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ১৫ জেলে মাঝেরকেল্লা সাইক্লোন শেল্টারে দুবলা ফিশারম্যান গ্রুপের হেফাজতে আছেন। তাঁরা সবাই সুস্থ রয়েছেন। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার