হোম > সারা দেশ > বাগেরহাট

বঙ্গোপসাগরে পাঁচটি ফিশিং বোট ডুবে গেছে, সাইক্লোন শেল্টারে ১৫ জেলে 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

উত্তাল বঙ্গোপসাগরে পাঁচটি ফিশিং বোট ডুবে চার জেলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে সাগরের আশারচর এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ১৫ জেলে দুবলার মাঝেরকেল্লা সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে। 

মৃতরা হলেন পাথরঘাটার চরলাঠিমারা গ্রামের আ. রাজ্জাক মিয়ার মালিকানাধীন এফবি আল্লারদান বোটের জেলে সরোয়ার (৩০), মনির (২৮), ইব্রাহিম (৩৫) ও দক্ষিণ চরদুয়ানী গ্রামের ফিশিং বোটের মালিক রুহুল খান (৫০)। 

এ বিষয়ে বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরের দুবলারচর, আশারচর, নারিকেলবাড়িয়া, মাঝেরকেল্লা এলাকায় সাগরে পাঁচটি ফিশিং বোট ডুবে যায়। ডুবে যাওয়া বোটের জেলেরা অন্য ফিশিং বোটের সহায়তায় বেঁচে এলেও চারজন মারা গেছেন। 

জেলেপল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলাদ চন্দ্র রায় বলেন, মৃত বোটমালিক রুহুল খানের লাশ তাঁর স্বজনেরা গতকাল বাড়িতে নিয়ে গেছে। এ ছাড়া সাগরের নারিকেলবাড়িয়া ও দুবলারচরের দক্ষিণে গভীর সাগরে আরও দুটি ফিশিং বোট ডুবে গেছে। প্রবল ঢেউয়ে সাগরে মাছ ধরতে না পারায় অনেকে ফিশিং বোট দুবলার মেহেরআলী, ভাঙ্গাখাল, ভেদাখালী, নারিকেলবাড়িয়াসহ সুন্দরবনের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে। 

দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বলেন, গত মঙ্গলবার বিকেলে দুবলার মাঝেরকেল্লা এলাকায় সাগরে ডুবে যায় পিরোজপুরের ভান্ডারিয়ার হেতালিয়া গ্রামের হারুন মিয়ার ফিশিং বোট শাহজালাল-২। এতে সর্বস্ব হারানো ১৫ জন জেলেকে উদ্ধার করে মাঝেরকেল্লা সাইক্লোন শেল্টারে ফিশারম্যান গ্রুপের হেফাজতে রাখা হয়েছে। জেলেদের প্রয়োজনীয় খাবারসামগ্রী সরবরাহ এবং জেলেদের নিজ নিজ বাড়িতে নিরাপদে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। 

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, গতকাল সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ১৫ জেলে মাঝেরকেল্লা সাইক্লোন শেল্টারে দুবলা ফিশারম্যান গ্রুপের হেফাজতে আছেন। তাঁরা সবাই সুস্থ রয়েছেন। 

খুলনার বটিয়াঘাটা: পাউবোর জমি দখলে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী