হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় শিলাবৃষ্টিতে বীজধানের ব্যাপক ক্ষতি

চুয়াডাঙ্গার জীবননগরে ২০ মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুরে বিএডিসির পাঁচটি বীজ উৎপাদন খামারের ১ হাজার ১৫৫ একর আধপাকা ধান মাটিতে হেলে পড়েছে। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক (খামার) ফখরুল হাসান প্রধান জানান, এতে ১১ কোটি টাকার ক্ষতি হয়েছে। এবার উফসি ও হাইব্রিড জাতের বীজের সংকট তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। 

এ ছাড়া জীবননগর উপজেলার যাদবপুর, গঙ্গাদাসপুর, পাথিলা, সুটিয়া, সোন্দাহ, করিমপুর ও তারানিবাস মাঠের ২৫ হেক্টর জমির ধান শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০ হেক্টর জমির ধান মাটির সঙ্গে মিশে গেছে। 

গত বুধবার রাত পৌনে ৯টার দিকে ঝড় ও বৃষ্টি শুরু হয়। খবর পেয়ে বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক (খামার) ফখরুল হাসান প্রধানসহ ঊর্ধ্বতম কর্মকর্তারা বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত ৫টি বীজ ধানের খেত পরিদর্শন করেন। 

বিএডিসির পাথিলা বীজ উৎপাদন খামারের উপপরিচালক মুহাম্মদ কামাল উদ্দিন মোল্লা বলেন, ‘ধান কাটা চলছে। এর মধ্যে গত বুধবার রাতে বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে খামারের ২৬৬ দশমিক ৩২ একর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ ৩ থেকে ৪ কোটি টাকা।’ 

দত্তনগর ফার্মের যুগ্ম পরিচালক মো. কামরুজ্জামান শাহিন বলেন, ‘পাথিলা খামার ছাড়াও মথুরা ও গোকুলনগর খামারে ব্যাপক ক্ষতি হয়েছে। মথুরা খামারে ২৭৮ একর, গোকুলনগর খামারে ৩৯২ একর, করিঞ্চা ফার্মে ১৫২ একর ও কুশাডাঙ্গা ফার্মে ৯৫ একর জমির বীজ ধানের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১১ কোটি টাকা।’ 

পরিদর্শনে আসা বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক (খামার) ফখরুল হাসান প্রধান বলেন, ‘বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে আগামীতে কিছুটা হলেও উফসি ও হাইব্রিড জাতের বীজের সংকট তৈরি হবে।’ 

জীবননগর কৃষি অফিস সূত্রে জানা গেছে, বুধবারের ঝড় ও শিলাবৃষ্টিতে ২৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০ হেক্টর জমির ধান একেবারে নষ্ট হয়ে গেছে। এ ছাড়া আম ও লিচুর ক্ষতি হয়েছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা