ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় আল আমিন নামের এক ব্যাটারি চালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে শহরের আরাপপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন সদর উপজেলার ভড়–য়াপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার রউফ মোল্লা জানান, ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী ইজিবাইক আরাপপুরের কুদ্দুস অটোর সামনে থেকে ঘুরাতে যায়। এ সময় পেছন থেকে ইজিবাইকটিকে ধাক্কা দেয় ট্রাক। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আল আমিন নিহত হন।
রউফ মোল্লা আরও জানান, আল আমিনের মৃত্যুর পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ সময় ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।