হোম > সারা দেশ > খুলনা

রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কৃষক লীগ নেতা নুরে আলম সিদ্দিকী

রাজবাড়ী প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন নুরে আলম সিদ্দিকী হক। তিনি বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 

স্বতন্ত্র নির্বাচন করতে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জমাদানের শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করবেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাংশা-বালিয়াকান্দি-কালুখালী নিয়ে রাজবাড়ী-২ আসন। এই আসন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে। ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জয়লাভ করেন বর্তমান সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। এবারও দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। 

নুরে আলম সিদ্দিকী হক জানান, দীর্ঘদিন তিনি রাজবাড়ী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাজবাড়ী জেলার প্রত্যন্ত অঞ্চলের সব শ্রেণির মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে। যখনই সুযোগ পেয়েছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার করেছেন সারা বছর। রাজবাড়ী-২ আসন এলাকার নিপীড়িত, অবহেলিত, বঞ্চনার শিকার আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রার্থী তিনি। সব সময় তাঁদের পাশে থাকতে চান। বিজয়ী হলে তাঁর নির্বাচনী এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষিব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক