হোম > সারা দেশ > সাতক্ষীরা

শ্যামনগরে মৎস্য প্রকল্প দখল করে ২০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী ফকিরের পরিবারের মালিকানাধীন মৎস্য প্রকল্পে হামলা চালিয়ে দখল করে ২০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে।

গতকাল রোববার রাতে উপজেলার মুন্সিগঞ্জের চুনকুড়ি গ্রামের মেসার্স স্লিম ফিশ নামীয় প্রায় আড়াই শ বিঘা জমি নিয়ে গড়ে ওঠা মৎস্য প্রকল্পে এ ঘটনা ঘটে। একই গ্রামের আব্দুল কাদের ও আব্দুস সাত্তারের নেতৃত্বে ওই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারটি।

প্রকল্প মালিক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী ফকিরের ছেলে আমির হামজা মন্টু অভিযোগ করেন, গতকাল গভীর রাতে ৩৫-৪০ জনের লাঠিয়াল বাহিনী নিয়ে আব্দুল কাদের ৩৭ বছরের পুরোনো তাঁদের প্রকল্পটি দখল করে নেন। এ সময় তিন কর্মচারীকে নিয়ে তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের পিটিয়ে তাড়িয়ে দেওয়া হয় এবং প্রকল্পের প্রায় ২০ লাখ টাকার মাছ লুট করে নেন।

অভিযোগের বিষয়ে আব্দুল কাদের জানান, ওই প্রকল্পের মধ্যে ৫০ বিঘা জমি প্রায় তিন দশক আগে থেকে সরকারের কাছ থেকে তাঁর বন্দোবস্ত নেওয়া। দীর্ঘদিনেও জমি বুঝে না পাওয়ায় তাঁরা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে দখল করেছেন। বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী ফকিরের প্রতি সম্মান জানিয়ে তাঁরা দীর্ঘদিন ধরে ওই জমি প্রতিপক্ষকে মাছ চাষের জন্য দিয়ে রেখেছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান বলেন, আব্দুল কাদের ওই জমি দীর্ঘদিন ধরে বন্দোবস্ত নিচ্ছেন। সরকারি ভিপি জমি যেভাবে ইজারা হয়, আব্দুল কাদের সেভাবে বন্দোবস্ত নিয়েছেন। তবে প্রতিপক্ষের সঙ্গে তাঁদের কোনো ঝামেলা থাকতে পারে—উল্লেখ করে তিনি আরও বলেন, বন্দোবস্ত নেওয়া জমিতে তাঁরা কী করেছে সেটা সংশ্লিষ্টরা বলতে পারবেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, মৎস্য প্রকল্প দখল নিয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ হয়নি। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার