হোম > সারা দেশ > খুলনা

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের খুলনা আঞ্চলিক পর্ব শুক্রবার

খুবি প্রতিনিধি 

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

১৫ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের খুলনা আঞ্চলিক পর্ব আগামীকাল শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের আয়োজনে এই প্রতিযোগিতায় বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন সহযোগিতা করছে।

আগামীকাল সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে এই অলিম্পিয়াডের উদ্বোধন করা হবে। পরে সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে অলিম্পিয়াডের মূল পর্ব, সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক মো. নূরুন্নবী এবং বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক মো. আশরাফুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ও গণিত ডিসিপ্লিন প্রধান অধ্যাপক মো. আজমল হুদা। অর্গানাইজিং কমিটির সদস্যসচিব হিসেবে আছেন গণিত ডিসিপ্লিনের অধ্যাপক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। এ অলিম্পিয়াডে পরিদর্শক হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক কল্যাণ কুমার দে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক মো. জসিম উদ্দিন।

খুলনা অঞ্চলের ১৭টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের মোট ২০৫ জন শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা