হোম > সারা দেশ > খুলনা

নড়াইলে সৎদাদির বিরুদ্ধে চার বছরের শিশু হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলার চরশামুকখোলা গ্রামে সৎদাদির বিরুদ্ধে শাহাদাত হোসেন নামের চার বছরের শিশু হত্যার অভিযোগ পাওয়া গেছে। শাহাদাতকে খুনের পর লাশ মাটিচাপা দেওয়া হয়। খবর পেয়ে গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ গিয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে।

শাহাদাত উপজেলার চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্লার বর্তমান স্ত্রীর আগের ঘরের সন্তান। ইব্রাহিমের প্রথম স্ত্রী চলে যাওয়ার পর তিনি শাহাদাতসহ তার মাকে বিয়ে করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির সৎদাদি রাবেয়া বেগমকে (৬০) পুলিশ আটক করেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটির স্বজন ও এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, গতকাল বুধবার (১২ মার্চ) সকালে শাহাদাতের দাদি রাবেয়া বেগমের ২০ হাজার টাকা হারানো যায়। এ নিয়ে তার মায়ের সঙ্গে ঝগড়া হয় এবং শাহাদাতকে বকাঝকা করা হয়। বিকেলে শাহাদাত বাড়ি থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে গ্রামের মসজিদে সন্ধ্যায় তার সন্ধান চাওয়া হয়।

ওসি আশিকুর রহমান আরও বলেন, মাইকে ঘোষণা শুনে ওই গ্রামের এক ব্যক্তি জানান, বাড়ির পাশের পুকুরপাড়ে শাহাদাত ও তার দাদিকে তিনি দেখেছেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা পুকুরপাড়ে গিয়ে মাটিতে পুঁতে রাখা শাহাদাতের লাশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির দাদি রাবেয়া বেগমকে আটক করে পুলিশ।

লোহাগড়া থানার ওসি বলেন, ময়নাতদন্তের জন্য শিশু শাহাদাতের লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার