হোম > সারা দেশ > বাগেরহাট

ফকিরহাটে কোরবানির পশুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কোরবানির পশু প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। ছবি: আজকের পত্রিকা

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কোরবানির পশু প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, এবার উপজেলার ১ হাজার ৯২টি খামারে মোট ৯ হাজার ২০টি গরু ও ছাগল মোটাতাজা করা হয়েছে। চাহিদা রয়েছে প্রায় ৮ হাজার ৯১৬টি পশুর। ফলে চাহিদার চেয়ে কিছুটা বেশি পশু উৎপাদিত হয়েছে।

তবে বাস্তব চিত্র আরও বিস্তৃত। খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক খামার এখনো প্রাণিসম্পদ দপ্তরের আওতায় নিবন্ধিত নয়। পাশাপাশি বহু গৃহস্থ পরিবার নিজ উদ্যোগে পশু মোটাতাজা করেছেন। সব মিলিয়ে উপজেলায় প্রায় ১২ হাজার কোরবানির পশু প্রস্তুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলার প্রধান গরুর হাট বেতাগায় প্রতিদিন বিভিন্ন জেলা থেকে গড়ে প্রায় ১০ হাজার গরু আসে। এছাড়া ফকিরহাট অস্থায়ী পশুহাটেও আশপাশের উপজেলা থেকে কোরবানির পশু আসে। তবে বাইরের পশুর চেয়ে স্থানীয়ভাবে লালন-পালিত পশুর চাহিদা তুলনামূলক বেশি। স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে লালিত গরু পছন্দ করছেন ক্রেতারা।

এদিকে লাখপুরের কোরবানির গরুর হাটটি এ বছর বন্ধ থাকতে পারে বলে জানা গেছে।

তবে কোরবানির আগে পশু প্রস্তুতির পাশাপাশি চুরি এখন বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। ইতোমধ্যে কয়েকটি খামার থেকে গরু চুরির ঘটনা ঘটেছে। এতে খামারিরা নিরাপত্তা নিয়ে চিন্তিত। ফকিরহাট মডেল থানা পুলিশ রাতের টহল বাড়িয়েছে এবং চুরি প্রতিরোধে মানুষদের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

অন্যদিকে গো-খাদ্য, ওষুধ ও শ্রমিকের মজুরি বাড়ায় পশুর দামও কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শেখ জাহিদুর রহমান জানান, ‘খামারিদের নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে।’ তিনি কোরবানির পশুর চামড়া ছাড়ানোর সময় বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে লিফলেটও বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন বলেন, ‘এ বছর উপজেলায় দুইটি কোরবানির পশুর হাট বসবে। হাট ও খামারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া হাটগুলোতে মেডিকেল টিম ও জাল টাকা শনাক্তে বিশেষ ব্যবস্থাও থাকবে।’

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ