কুষ্টিয়ার মিরপুরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রইচ উদ্দিন রনক (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার মশান বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রনক উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে। সে মশান মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মিরপুরের দিকে যাচ্ছিল রনক। এ সময় একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।