হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে সড়কে শৃঙ্খলার কাজ করা শিক্ষার্থীকে মারধর

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সড়কে যান চলাচলে শৃঙ্খলা রক্ষার কাজ করা সিয়াম সরদার তামিম (১৭) নামের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। আহত স্কুলছাত্রকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সিয়াম সরদার বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামের বিল্লাল সরদারের ছেলে। সে বাগেরহাটের দশানী যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের ১০ শ্রেণির ভেকেশনাল বিভাগের শিক্ষার্থী।

আহতের সহপাঠীরা জানায়, কয়েক দিন ধরে ষাটগম্বুজ মসজিদের সামনের খুলনা-বাগেরহাট মহাসড়কে তারা কাজ করে। এতে সবাই তাদের সহযোগিতাও করছিলেন। গতকাল মঙ্গলবার বিকেলেও কয়েকজন শিক্ষার্থী সেখানকার সড়ক বিভাজনে কাজ করছিল।

সন্ধ্যার কিছু আগে শেখ রানা নামে এক যুবক সড়কে দাঁড়িয়ে অন্য পাশের দোকান থেকে কিছু কিনতে পাঠান এক ছেলেকে। তখন সেখানে থাকা সিয়াম তাঁকে রাস্তা থেকে সরে যেতে বলে। কিন্তু ওই ব্যক্তি না সরে গিয়ে রানার সঙ্গে তর্ক জড়ান। একপর্যায়ে তিনি সিয়ামকে মারধর শুরু করেন। পরে অন্যরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে।

সিয়ামের চাচা মো. জাহাঙ্গীর শেখ বলেন, ‘মারধরের পর কয়েকজন এসে জিআই পাইপ নিয়ে শিক্ষার্থীদের হুমকি দিয়ে যায়। কেন তারা রাস্তায় ডিউটি করছে, কারা বলছে, দেখে নেবে বলে গেছে। সিয়ামের অণ্ডকোষে ৯টি সেলাই লেগেছে।’

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত